thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

ক্ষতিগ্রস্তদের পুনঃঅর্থায়ন

আবেদনের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ল

২০১৩ ডিসেম্বর ৩১ ১৩:৩২:০১
আবেদনের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ল

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুন:অর্থায়ন তহবিলে আবেদনের সময় তৃতীয় দফায় আগামী ৩১ জানুয়ারি ২০১৪ পর্যন্ত বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর ফলে বিনিয়োগকারীদের পক্ষ থেকে আরও বেশি আবেদন জমা পড়বে বলে মনে করছে তহবিল তদারকি কমিটি।

মঙ্গলবার দুপুরে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পুন:অর্থায়ন তহবিল তদারকি কমিটির আহ্বায়ক সাইফুর রহমান। এছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন, আইসিবির মহা-ব্যবস্থাপক নাসির উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম এবং বিএসইসির পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বৈঠক শেষে তহবিল তদারকি কমিটির আহ্ববায়ক ও বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান দ্য রিপোর্টকে জানান, গত ১৫ দিনে বিনিয়োগকারীদের মধ্য থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সময় বাড়নো হলে আরও আবেদন জমা পড়বে। এজন্য তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ৩৫টি হাউজের মাধ্যমে ১২ হাজার ৬০৪ জন বিনিয়োগকারী আবেদন করেছেন। এতে মোট ৩৬৪ কোটি ১১ লাখ টাকার জন্য আবেদন করা হয়েছে।

সাইফুর রহমান জানান, ইতোমধ্যে ৭টি হাউজকে বরাদ্দপত্র দেওয়া হয়েছে। এর বিপরীতে ২ হাজার ১৩১ জন বিনিয়োগকারী ৬৬ কোটি ৩৮ লাখ টাকার আবেদন করেছেন। আগামী এক মাসের মধ্যে ওই ৭ প্রতিষ্ঠান টাকা উত্তোলন করে বিনিয়োগকারীদের দিতে পারবে।

এর আগে দ্বিতীয় দফায় আবেদনের সময় ৩১ ডিসেম্বর (আজ) পর্যন্ত বাড়ানো হয়। গত ৩০ নভেম্বর পর্যন্ত আবেদনের সময় নির্ধারিত থাকলেও প্রথম দফায় তা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ৩১টি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস গঠিত তহবিলের সহায়তা পেতে আবেদন করে। এসব প্রতিষ্ঠানের মোট ৭ হাজার ৩৮০ জন বিনিয়োগকারী প্রায় ২১৯ কোটি টাকার জন্য আবেদন করেন।

ভয়াবহ ধসের পর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য স্বল্প সুদে ঋণ সহায়তা দিতে ৯০০ কোটি টাকার ফান্ড গঠন করে সরকার। তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হলেও বিনিয়োগকারীরা আশানুরূপ সাড়া দেননি। এ অবস্থায় তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকার ২০১১ সালের ২৩ নভেম্বর শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় বিশেষ স্কিমের ঘোষণা দেয়। সরকারি ঘোষণার প্রায় দুই বছর পর গত ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়নের প্রথম কিস্তি বাবদ ৩০০ কোটি টাকা আইসিবিকে দেয়।

(দ্য রিপোর্ট/এনটি/এইচকে/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর