thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

থার্টি ফার্স্টেও মলিন পাঁচ তারকা হোটেলের ব্যবসা

২০১৩ ডিসেম্বর ৩১ ১৭:৪৪:৪২
থার্টি ফার্স্টেও মলিন পাঁচ তারকা হোটেলের ব্যবসা

আমজাদ হোসেন, দ্য রিপোর্ট : দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় মন্দা সময় পার করছে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলো। ক্ষতি কাটিয়ে উঠতে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নানা আয়োজন করলেও তাতে সাড়া অতীতের যে কোনো সময়ের তুলনায় কম।

পাঁচ তারকা হোটেলগুলোর প্রধান বোর্ডার বিদেশি নাগরিক। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি পর্যটকের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। এতে প্রায়ই ফাঁকা থাকছে হোটেলগুলোর বিভিন্ন কক্ষ। এ ছাড়া বিভিন্ন সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে জমজমাট থাকত হোটেলগুলো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ সব অনুষ্ঠানের সংখ্যা কমে এসেছে। এমন পরিস্থিতিতে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে থার্টি ফার্স্টকে কেন্দ্র করে নানা আয়োজন করলেও তাতে সাড়া কম।

এ বিষয়ে হোটেল ওয়েস্টিনের বিপণন বিভাগের পরিচালক ইসরাত আকন্দ দ্য রিপোর্টকে বলেন, নানা কারণে আমাদের ব্যবসায় মন্দা যাচ্ছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে থার্টি ফার্স্ট উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। তবে গতবারের তুলনায় ব্যবসা কিছুটা মন্দা।

প্রতিবছর থার্টি ফার্স্টকে কেন্দ্র করে পাচঁ তারকা হোটেলগুলো নানা জমকালো আয়োজন করে। এ ছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো এ সব হোটেলে বলরুম ভাড়া করে আলাদা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ সব অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে তরুণ সমাজ। এই বছর তরুণ সমাজের উপস্থিতি কম থাকবে এমন আশঙ্কা থেকে অনুষ্ঠান আয়োজনের ঝুঁকি নিতে চাচ্ছে না অনেক প্রতিষ্ঠান।

এ বিষয়ে সোনারগাঁও হোটেলের মুখপাত্র সালমান কবির দ্য রিপোর্টকে বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমরা একটি পার্টির আয়োজন করেছি। গত কয়েক বছর যাবত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। কিন্তু এবার রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি পার্টির আয়োজন করতে অপারগতা জানিয়েছে।

বাইরের বোর্ডার (গেস্ট) আসবে না এই বিবেচনায় কয়েকটি হোটেল ইনহাউস (ভেতরের গেস্ট) বোর্ডার আকর্ষণে বিশেষভাবে পরিকল্পনা করেছে।

এ বিষয়ে রেডিসন হোটেলের জনসংযোগ কর্মকর্তা রেজোয়ানা খান দ্য রিপোর্টকে জানান, এমনিতে ব্যবসায় মন্দা চলছে। তার ওপর রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়ত বাইরে থেকে লোকজন কম আসতে পারে। এ জন্য ইনহাউস বোর্ডারদের জন্য বিশেষ ছাড় দেওয়ার চিন্তা-ভাবনা করছি।

অন্যদিকে রূপসী বাংলা হোটেলের জনসংযোগ কর্মকর্তা শহিদুল সাদিক দ্য রিপোর্টকে জানান, এ কথা সত্য, পরিবর্তিত পরিস্থিতিতে এ বছর লোকজনের উপস্থিতি কম থাকবে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

(দ্য রিপোর্ট/এএইচ/এইচএসএম/সা/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর