thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

শেরপুরে পিতা-পুত্রের কারাদণ্ড

২০১৩ ডিসেম্বর ৩১ ২১:১৫:৩৭
শেরপুরে পিতা-পুত্রের কারাদণ্ড

শেরপুর সংবাদদাতা : শেরপুরে হামলা ও মারপিটের মামলায় পিতা-পুত্রকে কারাদণ্ড দিয়েছেন আদালত। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিয়া মঙ্গলবার দুপুরে এ সাজা দেন।

দণ্ডিত পিতা-পুত্র হলেন, নকলা উপজেলার উত্তর কায়দা গ্রামের মৃত আজগর আলীর পুত্র ওসমান গণি (৫০) ও তার পুত্র সোহাগ মিয়া (২৫)। ওসমান গণিকে ১০ বছর সশ্রম কারদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড এবং সোহাগ মিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২ আগস্ট দুপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নকলা উপজেলার উত্তর কায়দা গ্রামের ওসমান গণি ও তার পুত্র সোহাগ মিয়াসহ কয়েকজন স্থানীয় কৃষক সাইফুল ইসলামের বসত বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তারা সাইফুলের মেয়ে শামছুন্নাহার শান্তির ডানহাতের কব্জি পর্যন্ত ও ভাই শাহজাহানের বাম হাতের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এ ছাড়া তাদের অপর স্বজন দুলাল মিয়াকে কুপিয়ে জখম করে।

এ ঘটনায় ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে ইন্তাজ আলী নামের একজন মারা যায়। পরে বাদী ও জখমীসহ আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ওসমান গণিকে ও সোহাগ মিয়াকে দণ্ড দেন।

(দ্য রিপোর্ট/এসমি/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর