thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

কুমিল্লায় যুবলীগকর্মীর গুলিতে ছাত্রদলকর্মী নিহত

২০১৩ ডিসেম্বর ৩১ ২১:১৭:৩৫
কুমিল্লায় যুবলীগকর্মীর গুলিতে ছাত্রদলকর্মী নিহত

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার বরুড়ায় যুবলীগকর্মীর গুলিতে সাদ্দাম হোসেন (২০) নামের এক ছাত্রদলকর্মী নিহত হয়েছেন।

উপজেলার ঝলম বাজারে মঙ্গলবার দুপুর আড়াইটায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন উপজেলার কানাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম তিন মাস আগে ছাত্রলীগ থেকে ছাত্রদলে যোগ দেয়। এর জের ধরে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঝলম বাজারে সাদ্দামকে একা পেয়ে স্থানীয় যুবলীগকর্মী মাসুম গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা সাদ্দামকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর