thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

কুমিল্লায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ৩১ ২১:১৯:৪১
কুমিল্লায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে লাকী আক্তার (১৯) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পৌরসভার তুজারভাঙ্গা গ্রামে মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাকী আক্তার মৃত খোরশেদ মিয়ার ছেলে নেছার আহমেদের স্ত্রী।

স্থানীয়রা জানায়, উপজেলার পদুয়া ইউনিয়ন সৈয়দ খাঁরকান্দি গ্রামের মোমিন মিয়ার মেয়ে লাকী আক্তারের সঙ্গে নয় মাস আগে নেছার আহমেদের বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের টাকার জন্য প্রায়ই লাকীর সঙ্গে স্বামী নেছার এবং তার পরিবারের লোকদের ঝগড়া হতো।

লাকীর বাবা মোমিন মিয়ার দাবি, লাকীকে তার স্বামী ও পরিবারের লোকজন রাতে শ্বাসরোধ করে হত্যা করেছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাছির উদ্দিন মৃধা দ্য রিপোর্টকে এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

(দ্য রিপোর্ট/জেপি/এফএস/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর