thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় নিহত ২

২০১৩ ডিসেম্বর ৩১ ২১:৪০:৪৩
সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় নিহত ২

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় একটি পরিবহনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার তুজুলপুরে ভ্যানচালক ও কলারোয়া উপজেলার গোপীনাথপুর মোড়ে এক যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ইসহাক আলী সরদার (৫০) ও মেজবাহার (২২)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, রাত পৌনে নয়টার দিকে সাতক্ষীরাগামী একে ট্রাভেলসের একটি এসি পরিবহন তুজুলপুরে এলাকায় একটি ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যান চালক মেজবাহার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার ছোট ভাই আলামীন (১৯)। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতাহতদের বাড়ি জেলার কলারোয়া উপজেলার রুদ্রপুর গ্রামে। তাদের বাবার নাম কিসমত দালাল। এ ঘটনার পর ওই পরিবহনটি আটক করা হয়েছে বলে জানান ওসি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদারা খান জানান, এর আগে রাত সাড়ে আটটার দিকে ওই পরিবহনটি উপজেলার গোপীনাথপুর পেট্রোল পাম্পের সামনে একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইসহাক আলী সরদার নিহত হন। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে।

(দ্য রিপোর্ট/এমআর/এসবি/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর