thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

চট্টগ্রামে ৮টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

২০১৩ ডিসেম্বর ৩১ ২২:২৬:২৫
চট্টগ্রামে ৮টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় নূরুল আবসার নামে একজনকে আটক করা হয়।

ওমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সাবানের প্যাকেটে মোড়ানো অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

নগর পুলিশের উপকমিশনার বাবুল আক্তার (শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তা) দ্য রিপোর্টকে জানান, নুরুল আবসারের লাগেজ স্ক্যানিং করার সময় লাগেজের ভেতর সাবানের প্যাকেটে স্বর্ণবারগুলো পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

আটক নূরুল আবসারের বাড়ি জেলার রাঙ্গুনিয়া উপজেলায়।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর