thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

জয়পুরহাটে পুলিশ-ডাকাত সংঘর্ষে নিহত ১

২০১৩ ডিসেম্বর ৩১ ২২:৩৮:০৯
জয়পুরহাটে পুলিশ-ডাকাত সংঘর্ষে নিহত ১

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ব গোপিনাথপুর গ্রামে পুলিশ ও ডাকাত সংঘর্ষে আরমান আলী (৩৮) নামের এক ডাকাত নিহত হয়েছেন। সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

জেলা পুলিশ সুপার হামিদুল আলম দ্য রিপোর্টকে জানান, ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিজ বাড়িতে আরমান ডাকাতকে গ্রেফতার করতে গেলে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আরমান আলী উপজেলার পূর্ব গোপিনাথপুর গ্রামের মৃত আক্কাছ আলী বড় ছেলে বলে জানান পুলিশ সুপার।

আহতরা হলেন- পুলিশের এএসআই ইসমাইল হোসেন ও কনস্টেবল আব্দুল খালেক। আহতাবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একাধিক ডাকাতি ও বিভিন্ন মামলার আসামি আরমানকে দুপুরে তার বাড়িতে গ্রেফতার করতে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে আরমান ডাকাতসহ তার সঙ্গীরা অতর্কিতভাবে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এ ঘটনায় আরমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ডাকাতের ছোঁড়া গুলি ও চাকুর আঘাতে পুলিশের এএসআই ইসমাইল হোসেন ও কনস্টেবল আব্দুল খালেক আহত হন।

(দ্য রিপোর্ট/এসএমএফ/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর