thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

বান্দরবানে ১৮ দলের ঢিলেঢালা অবরোধ

২০১৪ জানুয়ারি ০১ ১২:৩৪:৪৯
বান্দরবানে ১৮ দলের ঢিলেঢালা অবরোধ

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানে ঢিলেঢালাভাবে চলছে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির প্রথমদিন।

অবরোধ সমর্থনে বুধবার বান্দরবানে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীর নেতৃত্বে বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় অবস্থান নেয় বিএনপিসহ জোটের নেতাকর্মীরা।

তবে রাস্তায় নেতাকর্মীদের কোনো পিকেটিং করতে দেখা যায়নি। অবরোধে বান্দরবান-চট্টগ্রাম, কক্সবাজার মহাসড়কসহ অভ্যন্তরীণ রুটগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতা ঘটাতে পারে এমন ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এএস/এআইএম/এমডি/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর