thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ফেনীতে হরতাল, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলছে

২০১৪ জানুয়ারি ০১ ১৪:১৭:৪৪
ফেনীতে হরতাল, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলছে

ফেনী সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, কটূক্তি ও বাসায় অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং গ্র্রেফতার হওয়া কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ফেনী জেলা বিএনপির ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালের সমর্থনে শহরে কোনো মিছিল-মিটিং ও কোনো পিকেটিং দেখা যায়নি। এ ছাড়া বিএনপি অধ্যুষিত এলাকা শহরের এসএসকে সড়কের সমবায় মার্কেটের সামনে কোনো নেতা-কর্মীকে দুপুর পর্যন্ত দেখা যায়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশ দিয়ে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করলেও যাত্রীবাহী কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। শহরে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে জেলা থেকে উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

শহরে অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। দোকানপাট ও বিপণী-বিতানগুলো বন্ধ রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচআর/এমএআর/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর