thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

চট্টগ্রামে অবরোধ, যান চলাচল স্বাভাবিক

২০১৪ জানুয়ারি ০১ ১৪:৩৩:০০
চট্টগ্রামে অবরোধ, যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে চট্টগ্রামে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। বিএনপি কার্যালয়ের সামনে কোনো মিছিল-সমাবেশ হয়নি।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নগরীর ভেতরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলের স্টেশন মাস্টার শামসুল ইসলাম জানান, সকাল থেকে দুটি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। সুবর্ণ এক্সপ্রেস সকাল ৯টা ২৫মিনিটে ও চট্টলা এক্সপ্রেস ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে গেছে।

শহরে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত খোলা আছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার জানান, অবরোধের মধ্যেও জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর