thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

আক্কেলপুরে গৃহবধূর লাশ উদ্ধার

২০১৪ জানুয়ারি ০১ ১৮:৪৫:০৫
আক্কেলপুরে গৃহবধূর লাশ উদ্ধার

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটের আক্কেলপুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোমা মণ্ডল (২৬) রঘুনাথপুর গ্রামের প্রশান্ত মণ্ডলের স্ত্রী। আক্কেলপুর থানা পুলিশ বুধবার দুপুর দেড়টায় খবর পেয়ে প্রশান্ত মণ্ডলের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর আগে নওগাঁ জেলা সদরের প্রদীপ পালের মেয়ে সোমার সঙ্গে জয়পুরহাটের আক্কেলপুরের রঘুনাথপুর গ্রামের বসন্ত মণ্ডলের ছেলে প্রশান্ত মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। স্বামী-স্ত্রীর কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আক্কেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউস সাদিক রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই জানা যাবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এএম/এনডিএস/ এনআই/জানুয়ারি ০১,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর