thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাফুফের স্থানীয় কোচদের মেয়াদ বৃদ্ধি

২০১৪ জানুয়ারি ০১ ১৯:২৩:৩৮
বাফুফের স্থানীয় কোচদের মেয়াদ বৃদ্ধি

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্থানীয় কোচদের মেয়াদ বৃদ্ধি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পাশাপাশি জাতীয় দলের সাবেক তারকা সাইফুল বারী টিটু ব্যতীত চলতি বছর নতুন কোনো কোচ নিয়োগ দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে বাফুফের ডেভলপমেন্ট কমিটি।

ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায় বুধবার বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে ফুটবল কোচ নিয়োগ ও চুক্তি নবায়ন নিয়ে এক সভায় মিলিত হয়েছিলেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এএফএপি’র আওতায় চলতি বছর দেশের ফুটবল উন্নয়নের জন্য বাফুফে নিযুক্ত ১৯ জন কোচের চাকরি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নবায়ন করা হবে। সাইফুল বারী টিটু ব্যতীত অন্য নতুন কোনো কোচ নিয়োগ দেওয়া হবে না। এই সিদ্ধান্তও নিয়েছে বাফুফে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাইফুল বারী টিটু দ্য রিপোর্টকে বলেছেন, ‘আমার সঙ্গে বাফুফের সভাপতির কথা হয়েছে। তিনি আমাকে জাতীয় দল ও ফুটবলের ভেভলপমেন্টের জন্য কাজ করতে বলেছিলেন। আমি সম্মতি দিয়েছি। কিন্তু এখনও বাফুফের সঙ্গে আমার আনুষ্ঠানিক চুক্তি হয়নি।’

বাফুফে সুত্রে জানা গেছে, এক লাখ টাকা বেতনে কোচের সঙ্গে চুক্তি হচ্ছে বাফুফের। টিটু ছাড়াও গত মৌসুমের ট্রেবল জয়ী শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মারুফুল হককে প্রস্তাব দিয়েছিল বাফুফে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এসআই/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর