thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

বরিশালে অবরোধবিরোধী সমাবেশ করেছে আ.লীগ

২০১৪ জানুয়ারি ০১ ১৯:৩০:২১
বরিশালে অবরোধবিরোধী সমাবেশ করেছে আ.লীগ

বরিশাল সংবাদদাতা : বরিশালে অবরোধবিরোধী মিছিল ও সমাবেশ করেছে জেলা মহানগর আওয়ামী লীগ।

দলীয় কার্যালয় থেকে বুধবার দুপুর ১২টায় মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন বলেন, একের পর এক হরতাল আর অবরোধের মধ্যে দিয়ে জনতার নাভিশ্বাস উঠেছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ হবার পথে।

এ সময় তিনি বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আপনার রাজনীতি যদি জনতার মঙ্গলের জন্য হয়, তাহলে অবরোধের নামে দেশ ধ্বংসের রাজনীতি বন্ধ করে সংলাপে বসুন। নতুবা আওয়ামী লীগের কর্মীরা আপনার সমুচিত জবাব দেবে।

এ সময় তিনি বিরোধী দলের জ্বালাও-পোড়াও রাজনীতি প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন।

সমাবেশে বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম, অ্যাডভোকেট লস্কর নূরুল হক, নগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিএস/এমএইচও/জেএম/এসআই/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর