thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সাভারে দেয়াল চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

২০১৪ জানুয়ারি ০১ ২০:০৭:৫৯
সাভারে দেয়াল চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাভার সংবাদদাতা : আশুলিয়ায় দেয়ালের নিচে চাপা পড়ে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় গ্রীন লাইফ নামের একটি তৈরি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শাজাহান (৫৫)। তিনি পটুয়াখালীর পাঙ্গাসিয়ার নাজেম আলীর ছেলে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কারখানা সূত্র জানায়, রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকার গ্রীন লাইফ পোশাক কারখানায় একটি কাভার্ডভ্যান বেরিয়ে যাওয়ার সময় দেয়ালের উপর উঠে যায়। এতে দেয়ালের কিছু অংশ ভেঙ্গে যায়। এ সময় পাশে দাঁড়ানো নিরাপত্তাকর্মী দেয়ালের নিচে চাপা পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এসবি/এসআই/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর