thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সাতক্ষীরায় স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেলে আগুন

২০১৪ জানুয়ারি ০১ ২০:১৬:৫৯
সাতক্ষীরায় স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেলে আগুন

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা সংসদীয়-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল করিম সাবুর নির্বাচনী র‌্যালির তিনটি মোটরসাইকেল ভাঙচুরের পর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাঁখরা গ্রামের রউফ চেয়ারম্যানের মোড়ে বুধবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল করিম সাবুর নির্বাচনী প্রচারক হারুণ অর রশিদ দ্য রিপোর্টকে জানান, বিকেল চারটার দিকে শতাধিক মোটরসাইকেলের একটি নির্বাচনী র‌্যালি ভোমরা বন্দর থেকে পদ্মশাঁখরার দিকে যাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তিন আওয়ামী লীগ কর্মীকে পিটিয়েও আহত করা হয় বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমআর/এমএইচও/এসবি/এসআই/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর