thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

বগুড়ায় লাঠির আঘাতে ছেলে নিহত, বাবা আহত

২০১৪ জানুয়ারি ০১ ২০:৪২:২৪
বগুড়ায় লাঠির আঘাতে ছেলে নিহত, বাবা আহত

বগুড়া সংবাদদাতা : বগুড়া শিবগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে শাহজালাল (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার বাবা ফজলার রহমান (৪৫) গুরুতর আহত হয়েছেন।

শিবগঞ্জ থানার ওসি ফজলুল করিম বলেন, বুধবার সকালে এ ঘটনার পর এক নারীসহ দুইজনকে আটক করা হয়। এরা হলেন, আতিকুর রহমানের স্ত্রী রাহেলা বেগম (৪৮) ও তার দেবর আলাউদ্দিন (৪৫)।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে সকালে দুই প্রতিবেশী আতিকুর রহমান ও আবু সাঈদের মধ্যে সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় শাহজালাল ও তার বাবা ফজলার রহমান সংঘর্ষ ধামাতে যায়। এ সময় লাঠির আঘাতে ছেলে ও বাবা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে ছেলে শাহজালাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

(দ্য রিপোর্ট/এএইচ/এফএস/এসবি/এসআই/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর