thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

নারায়ণগঞ্জে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ০১ ২১:৫৩:২৪
নারায়ণগঞ্জে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর রফিকুল ইসলাম (৩৩) নামে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সনামান্দি ইউনিয়নের ফতেপুর দড়িকান্দি এলাকা থেকে বুধবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মদনপুর এলাকার সফিউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ৬ দিন পূর্বে নিখোঁজ হয়েছিল।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান দ্য রিপোর্টকে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রফিককে হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সনামান্দির ফতেপুর দড়িকান্দা এলাকার বারদী অলীপুরা সড়কের পাশে একটি ডোবায় মৃতদেহ দেখে পুলিশে খরব দেয় স্থানীয়রা। পরে পুলিশ বুধবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় রফিকের মুখ থেঁতলানো ও হাত-পা বাঁধা অবস্থায় ছিল।

নিহত রফিকের পিতা সফিউদ্দিন দ্য রিপোর্টকে জানান, রফিক ২৬ ডিসেম্বর গাড়ি নিয়ে কাজে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজ করে না পেয়ে বুধবার দড়িকান্দিতে মৃতদেহ উদ্ধারের খবর পান তিনি। ঘটনাস্থলে এসে রফিকের মৃতদেহ চিহ্নিত করেন তিনি।

(দ্য রিপোর্ট/এআর/এমএইচও/জেএম/ এনঅই/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর