thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সিলেটে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় মামলা

২০১৪ জানুয়ারি ০১ ২৩:৫৭:৪৫
সিলেটে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় মামলা

সিলেট অফিস : সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের খাসাগ্রামে পুলিশ পরিচয় দিয়ে দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

বিয়ানীবাজার থানায় মঙ্গলবার রাতে পৃথক দু’টি মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন দ্য রিপোর্টকে জানান, মামলা ২টির মধ্যে খাসাগ্রামের আবদুল মোতালিব বাদী হয়ে ১টি ডাকাতি মামলা দায়ের করেন। মামলা নং-১৩(১২)১৩। এছাড়া বিয়ানীবাজার থানার এসআই ফরিদ আলম বাদী হয়ে ১টি অস্ত্র মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪(১২)১৩।

দুটি মামলার আসামিরা হচ্ছেন-শামীম আহমদ (২৮), সেজু ওরফে সাজু (২৬), বেলাল আহমদ (৩৫), জয়নাল (৩৩), লতিফ (৪৫), মনতাই ওরফে মন্তাজ (৪২), মাহতাব (৩২), ইসমাইল (৩১)।

প্রসঙ্গত, বিয়ানীবাজার পৌর শহরের খাসাগ্রামের আবু বক্কর ও আবদুল মোতালিবের বাড়িতে সোমবার রাতে পুলিশ পরিচয়ে ডাকাতি করা হয়।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এপি/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর