thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

২০১৪ জানুয়ারি ০২ ০০:৩০:১১
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানে গরিব-দুস্থ শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।

সদর উপজেলার হলুদিয়া, ভাগ্যকুল ও কদুখোলা এলাকায় বুধবার সকালে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত প্রায় তিনশতাধিক মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের ব্রিগেড কমান্ডার সাঈদ ছিদ্দিকী পিএসসি।

এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বান্দরবান সেনা রিজিয়নের জিএসটু মেজর মাহাবুবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনা রিজিয়ন কমান্ডার সাঈদ ছিদ্দিকী পিএসসি বলেন, দেশের শীতার্তদের মানুষদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিত্তশালী ব্যক্তিরা শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জেলা সদর ছাড়াও দুর্গম অঞ্চলগুলোতে সেনাক্যাম্পগুলোর মাধ্যমে শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর