thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

গাজীপুরের পণ্যবাহী পিকআপে অগ্নিসংযোগ

২০১৪ জানুয়ারি ০২ ০১:৪০:৪২
গাজীপুরের পণ্যবাহী পিকআপে অগ্নিসংযোগ

গাজীপুর সংবাদদাতা : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় গার্মেন্টসের পণ্যভর্তি একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা-শ্রীপুর রোডের কেওয়া এলাকায় জীবন্ত স্বর্গ নামক পিকনিক স্পটের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেওয়া এলাকায় অবস্থিত সিপি গার্মেন্টস নামে একটি পোশাক প্রস্তুত কারখানার কাঁচামালভর্তি একটি পিকআপ মাওনা থেকে কারখানায় যাওয়ার পথে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয় লোকজন কিছু পণ্য নামিয়ে নিলেও বাকি পণ্য ও পিকআপের কিছু অংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, পিকআপটি সামান্য পুড়েছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এপি/জানুয়ারি ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর