thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

গাজীপুরে ট্রাকে পেট্রোল বোমা, অগ্নিদগ্ধ ৩

২০১৪ জানুয়ারি ০২ ০৬:০৯:৫৮
গাজীপুরে ট্রাকে পেট্রোল বোমা, অগ্নিদগ্ধ ৩

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে সবজি বোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় ৩ জন অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে । বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সবজি ব্যবসায়ী আলমগীর, লোকমান ও ট্রাক চালক মোকসেদ।

আহত লোকমান জানান, মানিকগঞ্জ থেকে সবজি নিয়ে গাজীপুরের কোনাবাড়ি যাওয়ার পথে সফিপুরের হ্যাম্পটন ব্রিজ স্কুল এলাকায় পৌঁছলে ৪/৫ জনের অজ্ঞাত দুর্বৃত্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ট্রাকে আগুন ধরে যায়। পুলিশ ও স্থানীয়রা ট্রাকের আগুন নেভাতে সক্ষম হলেও অগ্নিদ্বগ্ধ হয় ৩ জন।

আহতদের সফিপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত আলমগীর ও লোকমানের বাড়ি রংপুর জেলায় । আর চালক মোকসেদের বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানা গেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজহার ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, আহতদের সফিপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি জব্ধ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এপি/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর