thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

ঈশ্বরদীতে একজনকে পিটিয়ে হত্যা

২০১৪ জানুয়ারি ০২ ০৯:৫০:৪৫
ঈশ্বরদীতে একজনকে পিটিয়ে হত্যা

পাবনা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গুচ্ছগ্রামে আবুল হোসেন ওরফে আবু (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আবু ওই গ্রামের জামিল হোসেনের ছেলে।

ঈশ্বরদী থানার এসআই রিয়াজুল হাসান জানান, আবুল হোসেন ওরফে আবু ভবানীপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পের পাশ দিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে বেধড়ক মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আবুর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এসআর/এএস/জানুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর