thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

নাটোরে ট্রাক ও অটোরিকশা ভাঙচুর

২০১৪ জানুয়ারি ০২ ১১:৫৩:২৯
নাটোরে ট্রাক ও অটোরিকশা ভাঙচুর

নাটোর সংবাদদাতা : রেলপথ ও রাজপথে আগুন জ্বালিয়ে, ট্রাক ও অটোরিকশা ভাঙচুরের মধ্য দিয়ে নাটোরে ১৮ দলের অবরোধের দ্বিতীয় দিন পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে নাটোর স্টেশনবাজার এলাকা থেকে ১৮ দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। পরে তারা রেললাইনে ও নাটোর-রাজশাহী মহাসড়কের আলাইপুর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের দিঘাপতিয়া এলাকায় পিকেটাররা আলুবোঝাই একটি ট্রাকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে। এতে ট্রাকে থাকা আলু ব্যবসায়ী মোফাজ্জল হোসেন আহত হন। আহত মোফাজ্জলকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অপরদিকে শহরের স্টেশনবাজার এলাকায় পিকেটাররা একটি অটোরিকশা ভাঙচুর করে।

(দ্য রিপোর্ট/এসএইচ/এএস/শাহ/জানুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর