thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

কুষ্টিয়ায় সড়ক অবরোধ

২০১৪ জানুয়ারি ০২ ১২:০২:৫৩
কুষ্টিয়ায় সড়ক অবরোধ

কুষ্টিয়া সংবাদদাতা : সারাদেশে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা।

কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে সকালে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের জেলা স্কুলের সামনে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এর আগে মজমপুর বাসস্ট্যান্ডে সোহরাবের নেতৃত্বে একটি সমাবেশ হয়।

অপরদিকে সকালে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের এনএস রোড প্রদক্ষিণ করে। পরে তারা কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক অবরোধ করে।

(দ্য রিপোর্ট/এফএ/এফএস/এএস/শাহ/জানুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর