thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

যশোরে বই বিতরণ

২০১৪ জানুয়ারি ০২ ১৪:২৬:১৬
যশোরে বই বিতরণ

যশোর সংবাদদাতা : প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বৃহস্পতিবার বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনটিতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন বই তুলে দেওয়া হয়েছে এ উৎসবের মাধ্যমে। দিনটি উপলক্ষে স্কুলগুলো উৎসবে মুখরিত হয়ে ওঠে।

যশোর জিলা স্কুলে বই উৎসবের উদ্বোধন করা হয় সকাল ১০টায়। যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন এ সময় উপস্থিত ছিলেন। এরপর শহরের বিভিন্ন স্কুলে বই উৎসবের উদ্বোধন করা হয়।


এ ছাড়া শহরের পুরনো কসবা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিকসহ সুধিজনরা উপস্থিত ছিলেন।


যশোর জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার জেলার ৮টি উপজেলায় ৫৭ লাখ ১৪ হাজার ৩০০ কপি বই বিতরণ করা হবে। এর মধ্যে প্রাথমিকে ১৭ লাখ ২৩ হাজার ৭৫২ কপি, ইবতেদায়িতে ৫ লাখ ১২ হাজার ৮৯৮, মাধ্যমিকে ২৬ লাখ ২৯ হাজার ৫৩৪, দাখিলে ৭ লাখ ৮২ হাজার ১৮৬, ভোকেশনাল পর্যায়ে ৫৭ হাজার ২৭০ ও ইংরেজি ভার্সনের ৬ হাজার ৫৮৬ কপি।

(দ্য রিপোর্ট/জেএম/এফএস/এএস/ডিসেম্বর ২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর