thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৫ শ্রমিক আহত

২০১৪ জানুয়ারি ০২ ১৪:৪০:৫০
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৫ শ্রমিক আহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৫ গার্মেন্টস শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় রূপগঞ্জের অন্তিম গার্মেন্টসের একটি বাস শ্রমিক নিয়ে গার্মেন্টসে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় গার্মেন্টসের ১৫ শ্রমিক আহত হন।

আহতদের প্রথমে রূপগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার প্রতিবাদে সকাল সোয়া ৯টায় অন্তিম গার্মেন্টসের শ্রমিকরা গার্মেন্টস থেকে নেমে পাশের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা ২-৩টি যানবাহন ভাঙচুর করে। পাশের অলটেক্স মিলের একটি গার্মেন্টস ভাঙচুর করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে অন্তিমের শ্রমিকদের ধাওয়া করে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুল রহমান দ্য রিপোর্টকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এআর/এফএস/এএস/জানুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর