thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাংলাদেশ সফরে অনিশ্চিত মালিঙ্গা

২০১৪ জানুয়ারি ০২ ১৫:০৮:৪৪
বাংলাদেশ সফরে অনিশ্চিত মালিঙ্গা

দ্য রিপোর্ট ডেস্ক : চলতি মাসের শেষ দিকে ২টি টেস্ট ও সমান সংখ্যক টোয়েন্টি২০ ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। সফরে নাও থাকতে পারেন পেসার লাসিথ মালিঙ্গা।

সম্প্রতি পাকিস্তানের কাছে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা।ওই সিরিজে সন্তোষজনক পারফরম্যান্স করতে পারেননি মালিঙ্গা। পাকিস্তানের বিপক্ষে ৫ ওয়ানডেতে সবমিলে ৬ উইকেট পেয়েছেন তিনি। আর গড়ে প্রতি ওভারে দিয়েছেন ৬ রান করে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় এনডিটিভি জানিয়েছে, হাঁটুর ইনজুরির ফিটনেস যাছাইয়ে কোনো ধরনের পরীক্ষায় অংশ নেননি তিনি। বরং তাতে অংশ নিতে রীতিমতো অস্বীকৃতি জানিয়েছেন ৩০ বছর বয়সী মালিঙ্কা। এটা ভালোভাবে নেয়নি বোর্ড। তাই তার বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে।

(দ্য রিপোর্ট/সিজি/২ জানুয়ারি ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর