thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

পেট্রোলবোমাসহ আটক ছাত্রলীগের ৩ নেতাকর্মী জেলহাজতে

২০১৪ জানুয়ারি ০২ ১৫:৩০:০২
পেট্রোলবোমাসহ আটক ছাত্রলীগের ৩ নেতাকর্মী জেলহাজতে

মাগুরা সংবাদদাতা : মাগুরায় জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা, লিমন হোসেন ও রানা মিয়াকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেওয়া হয়।

মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নূরুল আলম সিদ্দিকী জামিন আবেদনের শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান দ্য রিপোর্টকে জানান, বুধবার রাত পৌনে ৮টার দিকে মাগুরা পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকা থেকে দুটি পেট্রোলবোমা ও দেড় লিটার পেট্রোল এবং দিয়াশলাইসহ মাগুরা সদর থানা টহল পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দেড় লিটার পেট্রোল বহনের অভিযোগে বিস্ফোরক ও নাশকতার মামলায় আদালতে পাঠানো হয়েছে।

মাগুরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন দাবি করেন আটকদের কাছে কোনো পেট্রোলবোমা ছিল না। মোটরসাইকেলের জন্য মাম পানির বোতলে পেট্রোল নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশ তাদের আটক করে।

(দ্য রিপোর্ট/এসই/এএস/আরকে/জানুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর