thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জ: বাতিস্তা

২০১৪ জানুয়ারি ০২ ১৯:৩৬:২০
প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জ: বাতিস্তা

দ্য রিপোর্ট প্রতিবেদক :‘খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব, একটু জানা-শোনা; ২ দিনে এর বেশি এগুনো সম্ভব না। একটা দল সম্পর্কে জানতে আরও সময়ের প্রয়োজন রয়েছে।’ বৃহস্পতিবার শিষ্যদের নিয়ে প্রথম দিন অনুশীলনে নেমে এমনটাই মন্তব্য করেছেন মোহামেডানের পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তা।

প্রিমিয়ার লিগে শুক্রবার ফেডারেশন কাপের রানার্স আপ মুক্তিযোদ্ধার মুখোমুখি হবে বাতিস্তার দল। মুক্তিযোদ্ধার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ। তিনি বলেছেন, ‘মুক্তিযোদ্ধা সম্পর্কে আমি যতটুকু জেনেছি তাতে মনে হয়েছে ওরা খুব শক্তিশালী দল। তাদের বিপক্ষে প্রথম ম্যাচে নামছে দল। এটা আমার জন্য কঠিন চ্যালেঞ্জ।’

পর্তুগাল থেকে তুরস্ক হয়ে গত মঙ্গলবার ঢাকা আসলেও দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে প্রথম দিন বিশ্রামে ছিলেন বাতিস্তা। দ্বিতীয় দিনে স্থানীয় কোচ জুয়েল রানার তত্ত্বাবধানে দলের অনুশীলন দেখেছেন। বৃহস্পতিবার শিষ্যদের নিয়ে নিজেই নেমে গিয়েছিলেন অনুশীলনে। প্রথম দিনের অনুশীলনেই দলের বেশ কিছু ফুটবলারকে মনে ধরেছে বাতিস্তার। নাম না বললেও তিনি জানিয়েছেন, ‘দলে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে। এই দল নিয়ে আমি আশাবাদী। আমার কাছে মনে হচ্ছে দলটির শিরোপা জেতার সামর্থ্য রয়েছে।’

শক্তির বিচারে প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন মোহামেডানের অধিনায়ক জাহিদ হাসান এমিলি। তিনি বলেছেন, ‘মুক্তিযোদ্ধা অনেক ভালো দল। ফেডারেশন কাপে রানার্স আপ হয়ে তারা তা ভালোভাবেই প্রমাণ করেছে। তাদের স্থানীয় খেলোয়াড়ের পাশাপাশি বিদেশি খেলোয়াড়ের সংগ্রহও অনেক ভালো। কিন্তু আমাদের লক্ষ্য জয়; এই লক্ষ্য নিয়েই মাঠে নামব।’

মুক্তিযোদ্ধার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারছেন না সাদা-কালো শিবিরের নির্ভরযোগ্য ডিফেন্ডার আরিফুল ইসলাম। চোট কাটিয়ে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফেডারেশন কাপে চোট পেয়েছিলেন তিনি।

মোহামেডানের মতো চোট সমস্যা রয়েছে মুক্তিযোদ্ধা শিবিরেও। ফেডারেশন কাপে চোট পেয়ে মাঠের বাইরে অল-রেডদের অভিজ্ঞ গোলরক্ষক আমিনুল হক। এ নিয়ে ভাবছেন না মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক। তিনি বলেছেন, ‘লিগে আমাদের লক্ষ্য শিরোপা। এ জন্য জয় দিয়ে শুরু করতে চাচ্ছি। মোহামেডান শক্তিশালী ও জনপ্রিয় দল। মামুন খান, এমিলি, জাহিদসহ একাধিক ফুটবলার জাতীয় দলে খেলে। তা ছাড়া দলে এসেছেন পর্তুগিজ নতুন কোচ। আমরা তাদের সমীহ করেই খেলব। আমাদের চেষ্টা থাকবে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এসএ/জানুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর