thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

কুমিল্লায় আ.লীগ নেতা খুন

২০১৪ জানুয়ারি ০৩ ০৩:৫৫:২৪
কুমিল্লায় আ.লীগ নেতা খুন

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার সদর দক্ষিণে যুবলীগকর্মীর ছুরিকাঘাতে মক্রম আলী (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুরে বৃহস্পতিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। নিহত মক্রম আলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি।

সদর দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন দ্য রিপোর্টকে এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যুবলীগকর্মী রাসেলকে আটকের চেষ্টা করা হচ্ছে।’

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মেম্বার দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার রাত ৯টায় জগতপুর গ্রামের সোলেমানের ছেলে স্থানীয় যুবলীগকর্মী রাসেলসহ ৭/৮জন গ্রামের রাস্তায় সিএনজি চালিত একটি অটোরিকশা থামিয়ে চালক থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মক্রম আলী ঘটনাস্থলে গিয়ে যুবলীগকর্মী রাসেলসহ অন্যদের বকাঝকা করেন। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করলে মক্রম আলী ঘটনাস্থলেই মারা যান।

(দ্য রিপোর্ট/জেপি/এমএইচও/এমসি/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর