thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

সাভারে চার ভুয়া র‌্যাব সদস্য আটক

২০১৪ জানুয়ারি ০৩ ১৪:২৩:২১
সাভারে চার ভুয়া র‌্যাব সদস্য আটক

সাভার সংবাদদাতা : সাভারে র‌্যাবের চার ভুয়া সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, র‌্যাবের পোশাক ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হচ্ছে পিরোজপুরের সিংড়া এলাকার মহব্বত আলীর ছেলে রবিউল (২৯), বরিশালের ডেকুনিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে হুমায়ুন কবীর (২৮), খুলনার খালিশপুর এলাকার বেলাল উদ্দিনের ছেলে মোরশেদ হোসেন (৪৫) ও পটুয়াখালীর কালিকাপুরের নূর মোহাম্মদের ছেলে ফিরোজ আহম্মেদ (৪২)।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহিন পারভেজ দ্য রিপোর্টকে জানান, আটকরা সাভারের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ র‌্যাবের পরিচয় দিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/এএল/জানুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর