thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

অনুশীলনে মেসি

২০১৪ জানুয়ারি ০৩ ১৪:২৭:৫৫
অনুশীলনে মেসি

দ্য রিপোর্ট ডেস্ক : ইনজুরির জন্য দীর্ঘদিন বিশ্রামে থাকার পর আবারও অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসি। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

গত ১০ নভেম্বর ইনজুরি আক্রান্ত হয়ে সাইড বেঞ্চে চলে যান মেসি। ২৬ বছর বয়সী মেসি স্পেনের লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন।

বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, সুস্থ হয়ে ওঠার পর অনুশীলনে ফিরেছেন মেসি। শুধু তাই নয়; আশা করা যায়, মাঠেও নামতে পারবে সে।

গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। তাদের পরই আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। রবিবার ন্যু কাম্পে এলচের বিপক্ষে খেলতে নামবে বার্সা।

(দ্য রিপোর্ট/সিজি/এএল/জানুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর