thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

অবরোধেও চালু ভোমরা স্থলবন্দর

২০১৪ জানুয়ারি ০৩ ১৪:৪৭:২২
অবরোধেও চালু ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা সংবাদদাতা : অবরোধের মধ্যেও চলছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, অবরোধের মধ্যে ব্যবসায়ীরা মালামাল আমদানি-রফতানি করছেন। ১ জানুয়ারি থেকে অবরোধের মধ্যেও বন্দরে কাজ হয়েছে। ১ ও ২ জানুয়ারি রাতে দুটি পেঁয়াজভর্তি ট্রাক ঢাকার উদ্দেশে যাওয়ার সময় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর ফলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে বলে জানান তিনি।

ভোমরা স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার থেকে অবরোধ শুরু হলেও বন্দরে যথারীতি কাজ হচ্ছে। তবে পরিমাণে কম। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত ভারত থেকে ৪৫টি ট্রাক মালামাল নিয়ে বাংলাদেশে এসেছে এবং ৫টি মালবাহী ট্রাক ভারতে গেছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/জানুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর