thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ফকির শওকত

পহেলা জানুয়ারি ২০১৪

২০১৪ জানুয়ারি ০৩ ১৫:০০:০২

বীণার ঝংকারে ভেসে এল
হ্যালো... হ্যালো... হ্যাললো
হ্যাপী নিউ ইয়ার, এটা তার সকাল

দুপুরে দখিনা জানালায় বসন্ত বাতাস
হাতে শাহনামা, অদূরে রাজপ্রাসাদ
সমুখে চপলা হরিণী

বিকেলে ব্যস্ত ফুটপাত
মুহূর্তে নিরিবিলি, হয়ে ওঠে সমুদ্র সৈকত
স্বপ্নের পথচলা, একদিকে পাহাড় বনভূমি
রাজপথ কোথায়, গাড়ি কই
এ তো সাগরের ঢেউ

বিপণীবিতান, কফি খাওয়া
অপূর্ব এক অপরূপা সন্ধ্যা।

এ এক অন্য রকম দিন।

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর