thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

কুমিল্লায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

২০১৪ জানুয়ারি ০৩ ১৫:৫২:২২
কুমিল্লায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচার অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই অফিসসহ পাশের একটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর বাজারে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর বাজারে এ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী আ ক ম বাহাউদ্দিন এমপির নির্বাচনী প্রচারণা অফিসে প্রার্থীর সমর্থিত স্থানীয় নেতাকর্মীরা প্রচারণা শেষে গভীর রাতে অফিস থেকে চলে যায়। পরে দুর্বৃত্তরা ওই অফিসে আগুন ধরিয়ে দিলে অফিসের আসবাবপত্র পুড়ে যায়।

কোতোয়ালি মডেল থানার অধীন ছত্তরখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল জানান, আগুনে ওই নির্বাচনী প্রচারণা অফিসের পাশের একটি ডেকোরেটর দোকান পুড়ে গেছে। আগুনে অফিস ও ডেকোরেটর দোকানের প্রায় ২০-২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/জেপি/এএস/আরকে/জানুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর