thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

জয়পুরহাটে শনি ও রবিবার হরতাল

২০১৪ জানুয়ারি ০৩ ১৭:৪৫:৫৪
জয়পুরহাটে শনি ও রবিবার হরতাল

জয়পুরহাট সংবাদদাতা : বিএনপির মার্চ ফর ডেমোক্রেসিতে অংশগ্রহণ করতে না দেওয়া, বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও ৫ জানুয়ারির নির্বাচন বাতিলের দাবিতে শনিবার ও রবিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা ১৮ দল।

স্থানীয় ১৮ দলের সদস্য সচিব ফজলুর রহমান জানান, শনি ও রবিবার টানা ৪৮ ঘণ্টা সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

এদিকে সকাল থেকেই শহরের প্রধান সড়কে জেলা ১৮ দলের নেতাকর্মীরা অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল, পিকেটিং করে।

অবরোধে শহর থেকে দূরপাল্লার কোন বাস-ট্রাক ছেড়ে যায়নি। তবে জেলার কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, আইনশৃ্ঙ্খলা রক্ষায় সর্তকাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

(দ্য রিপোর্ট/এএএম/এসবি/আরকে/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর