thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ষষ্ঠ রাউন্ডে জিয়ার হার

২০১৪ জানুয়ারি ০৩ ১৯:০৭:১২
ষষ্ঠ রাউন্ডে জিয়ার হার

দ্য রিপোর্ট প্রতিবেদক : হেসটিংস ইন্টারন্যাশনাল চেস কংগ্রেসের মাস্টার্স দাবার ষষ্ঠ রাউন্ডে হেরেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ষষ্ঠ রাউন্ডে ইংল্যান্ডের ফিদে মাস্টার পিটার জে সোওরের কাছে পারাজিত হয়েছেন বাংলাদেশের এ দাবাড়ু। ৬ ম্যাচে জিয়ার সংগ্রহ সাড়ে ৩ পয়েন্ট।

এদিকে গুরগাঁও আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবার তৃতীয় রাউন্ড শেষে শরীফ হোসেন, জোহার হক প্রধান, এসএম স্বরণ ও সিদ্দিকুর রহমান ২ পয়েন্ট করে অর্জন করেছেন। ভারতের হরিয়ানায় শরীফ চেতন চৌহানকে, জোহার অর্চি আগরওয়ালকে, স্বরণ অতুল বিহারীকে ও সিদ্দিক রঞ্জনকে পরাজিত করেছেন।

এ আসরে ১০টি দেশের ২৫২ জন দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৩ জন গ্র্যান্ডমাস্টার, একজন মহিলা গ্র্যান্ডমাস্টার এবং ১১ জন আন্তর্জাতিক মাস্টার রয়েছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এনআই/জানুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর