thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বগুড়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

২০১৪ জানুয়ারি ০৪ ০০:৩৬:৫৫
বগুড়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

বগুড়া সংবাদদাতা: বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগ-বিএনপির মিছিল নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে উভয় দলের পক্ষ থেকে দাবী করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে সোনাতলা উপজেলা সদরে উপজেলা ১৮ দল ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলার পিটিআই মোড়ে পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলের মুখোমুখি হয়। এ সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনার এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ ১০/১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে উপজেলা আওয়ামীলীগের ৪ কর্মী এবং উপজেলা বিএনপির ৪ কর্মী আহত হয়েছেন বলে দাবী করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম বলেন, উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এইচকে/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর