thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

তাহিরপুর সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

২০১৪ জানুয়ারি ০৪ ০৪:২৫:৩১
তাহিরপুর সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী শুল্কবন্দর এলাকা থেকে আব্দুল করিম (১৬) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিরেন্দ্রনগর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিরেন্দ্রনগর গ্রামের বাসিন্দা আইনল হক জানান শুক্রবার দুপুর ১২টার দিকে শুল্কবন্দর এলাকার সীমান্তের আর্ন্তজাতিক সীমারেখা ১১৯৫এর ৩এস এলাকা থেকে আব্দুল করিমকে ধরে নিয়ে যায় বিএসএফ। তবে কি কারণে ধরে নিয়ে যায় তা তিনি জানাতে পারেননি।

সুনামগঞ্জ-৮বিজিবি ব্যাটালিয়নের বাগলী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত ব্যাক্তিকে ফেরত চেয়ে চিটি পাঠানো হয়েছিল কিন্তু বিএসএফ কোন সাড়া দেয়নি।

(দ্য রিপোর্ট/আরএ/আরএ/জানুয়ারি ৪,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর