thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

নাটোরে চাঁদাবাজির সময় বিএনপির ২ কর্মী আটক

২০১৪ জানুয়ারি ০৪ ০৪:৫৩:৪৭

নাটোর সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে পিকেটিং ও চাঁদাবাজির সময় বিএনপির২ কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গড়মাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ কৃষ্ণ মোহন সরকার ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ বা হরতালের সময় নাটোর-পাবনা মহাসড়কে গড়মাটি এলাকায় পিকেটিংয়ের নামে চাঁদাবাজি করা হয়। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কে পণ্যবোঝাই ট্রাক থামিয়ে চালকদের কাছ থেকে টাকা ও মূল্যবান মালপত্র কেড়ে নেওয়ার সময় দুই বিএনপি কর্মীকে আটক করা হয়।

আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। আটকদের একজন গড়মাটি এলাকার শহিদুল ইসলামের ছেলে সাজন ও অন্যজন জাহিদুল ইসলামের ছেলে শাহাদাতউল্লা সুমন।

(দ্য রিপোর্ট/এনএইচ/আরএ/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর