thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

শৈলকুপায় ভোটকেন্দ্রে পেট্রোলবোমা

২০১৪ জানুয়ারি ০৪ ০৭:৩৯:০৮
শৈলকুপায় ভোটকেন্দ্রে পেট্রোলবোমা

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় ভোটকেন্দ্রে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের ললিত মোহন ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই কেন্দ্রের একটি কক্ষের চেয়ার, বেঞ্চ, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলী প্রিন্স জানান, রাত ১২টার দিকে ললিত মোহন ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। রাতেই ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/টিএম/এনডিএস/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর