thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

খুলনায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ নিহত দুই

২০১৪ জানুয়ারি ০৪ ০৯:০৬:৩০
খুলনায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ নিহত দুই

খুলনা সংবাদদাতা : খুলনা জেলার ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনগণ ধাওয়া করে শাওন নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ ধরে ফেলে। পরে সেও বন্দুকযুদ্ধে নিহত হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্য রিপোর্টকে জানান, জনগণের হাতে আটক শাওনকে নিয়ে শুক্রবার রাতেই তার সহযোগীদের আটক করতে শাহপুরে স্কুলে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাওনও নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি শাটারগানসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শাওন ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করেছে।

এর আগে গুলিবিদ্ধ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে নিহত শাওনের মৃতদেহ ডুমুরিয়া স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএ/এএস/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর