thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ঝিনাইদহে তিন ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

২০১৪ জানুয়ারি ০৪ ০৯:৪২:৫৮
ঝিনাইদহে তিন ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা ও সদর উপজেলার ৩টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করে আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভোটকেন্দ্র ৩টি হলো শৈলকুপার ললিত ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলার বিষয়খালী ও মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার ভোররাতে আগুনের এ সব ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান দ্য রিপোর্টকে জানান, শৈলকুপা উপজেলার পৌর এলাকার ললিত ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোররাতে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বিদ্যালয়টির চেয়ার, টেবিল, বেঞ্চ ও বই-পুস্তকসহ আসবাবপত্র পুড়ে যায়।

অন্যদিকে জেলার সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শনিবার ভোরে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ভোটকেন্দ্র দুটির জানালা, দরজা ও সিলিং পুড়ে যায়। এ সব ঘটনায় এলাকায় ভোটারদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর