thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

লালমনিরহাটে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

২০১৪ জানুয়ারি ০৪ ১০:৪৫:৫৩
লালমনিরহাটে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাট পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ১০টার দিকে সাপটানা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একদল দুর্বৃত্ত ওই বাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।

এদিকে একই সময় লালমনিরহাট পৌর যুবদল সভাপতি জুলহাসের শহরের নামাটারীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে উভয় ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/টিআই/এএস/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর