thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

লালমনিরহাটে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

২০১৪ জানুয়ারি ০৪ ১১:৫৪:৫৩
লালমনিরহাটে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শফিরহাট বাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা মোবারক হোসেন (৩০) নিহত হয়েছেন। এ সময় আরও ১০-১২ জন আহত হন। আহতদের উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন বাউরা ইউনিয়নের আলতাফ মুন্সীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা হরতালের পক্ষে শফিরহাট বাজারে দোকানপাট বন্ধ করতে যান। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেন। এতে দুপক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মোবারক হোসেন ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে অন্তত ১০-১২ জন আহত হন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/টিআই/এএস/শাহ/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর