thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

নারায়ণগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে গেছে

২০১৪ জানুয়ারি ০৪ ১৪:০৫:৩০
নারায়ণগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে গেছে

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শনিবার ভোরে একটি মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ৮ দোকানসহ একটি ডায়াগনস্টিক সেন্টার। আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে মার্কেটের নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। অল্প সময়ের মধ্যেই মার্কেটের ব্যাটারি ও টায়ারের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ও ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন দ্য রিপোর্টকে জানান, মার্কেটের নিচতলার কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুনে মার্কেটের একটি ডায়াগনস্টিক সেন্টারসহ ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি। আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/এআর/এএস/এএল/জানুয়ারি ৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর