thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘২০১৯-এর আগে বিএনপির সঙ্গে সমঝোতা হবে না’

২০১৪ জানুয়ারি ০৪ ১৪:২৬:০৪
‘২০১৯-এর আগে বিএনপির সঙ্গে সমঝোতা হবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘২০১৯ সালের আগে বিএনপির সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা হবে না। যা হবে এর পরেই হবে।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার আওয়ামী সমর্থক গোষ্ঠী আয়োজিত হরতালবিরোধী এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, চোরাগোপ্তা হামলা, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, মানুষ হত্যা করে আন্দোলন হয় না। আর এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন হতে পারে না। এসব জ্বালাও-পোড়াও করে সন্ত্রাসী সংগঠন।

এ সময় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি যতই চেষ্টা করুক নির্বাচন প্রতিহত করতে পারবে না।

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার শুভ বুদ্ধির উদয় হলে ভবিষ্যতে সংবিধান অনুসারে সমঝোতা হতে পারে। ক্ষমতাকে পাকাপোক্ত করতে নয়, গণতন্ত্রকে রক্ষা করার জন্য দশম জাতীয় সংসদ নির্বাচন করা হচ্ছে।

বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের সমর্থন নেই দাবি করে কামরুল বলেন, বিএনপির নির্বাচন প্রতিহত করার কোনো শক্তি নেই। যতই চেষ্টা করুন না কেন নির্বাচন হবেই। এতে কোনো সন্দেহ নেই, মানুষ ভোট কেন্দ্র যাবে ভোটও দিবে।

তিনি বলেন, দেশের মানুষ আর তৃতীয় শক্তি দেখতে চায় না। খালেদা জিয়া যতই চেষ্টা করুক নির্বাচন বানচাল করতে পারবে না।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, উপ-দফতর সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এমডি/এএল/জানুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর