thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

বইমেলায় মিজ আয়ারল্যান্ড প্রিয়তি

২০১৬ ফেব্রুয়ারি ১৪ ১৭:০০:১৭
বইমেলায় মিজ আয়ারল্যান্ড প্রিয়তি

পাভেল রহমান, দ্য রিপোর্ট : প্রথমবারের মতো অমর একুশে গ্রন্থমেলায় আসেন মিজ আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি।

রবিবার বিকেল ৩টায় মেলার বাংলা একাডেমি চত্বরে আসেন তিনি। পরে সোহরাওয়ার্দি উদ্যানের অংশে এসে মেলা ঘুরে দেখেন এবং বই কেনেন।

দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে প্রিয়তি বলেন, ‘বইমেলায় কখনই আসা হয়নি। এবারই প্রথম এসেছি। তবে বাংলাদেশের লেখকদের লেখা পড়ি। আয়ারল্যান্ডে বাংলাদেশের বই তেমন পাওয়া যায় না। মেলা থেকে প্রিয় কিছু লেখকের বই কিনেছি।’

ব্যক্তিগত ও সামাজিক কাজের প্রয়োজনে সম্প্রতি বাংলাদেশে এসেছেন এই আয়ারল্যান্ড সুন্দরী। ঢাকায় এসেই দেখতে গিয়েছিলেন চিত্রনায়িকা দিতিকে। আড্ডা দিয়েছেন সাংবাদিকদের সঙ্গে। বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন।

মেলায় আনিসুল হকের অটোগ্রাফসহ বই কিনেছেন প্রিয়তি। এ সময় আনিসুল হকের সঙ্গে ছবিও তুলেন তিনি। প্রিয়তি বলেন, ‘আনিসুল হকের লেখা ভালো লাগে। মেলা থেকে আনিস ভাইয়ের লেখা বইও কিনেছি।’

প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আয়ারল্যান্ডের এই মডেল। সেখানে তিনি মডেলিংয়ের পাশাপাশি বৈমানিক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। কাজ করছেন ফ্লাইট ইন্সট্রাকটর হিসেবে। ২০১৪ সালে তিনি মিজ আয়ারল্যান্ড নির্বাচিত হন। এরপর গেলো বছর ‘মিস আর্থ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার সম্মান অর্জন করেন। হলিউড-বলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন। অভিনয় করছেন আয়ারল্যান্ডের চলচ্চিত্রে।

এবারের বাংলাদেশ সফর প্রসঙ্গে প্রিয়তি বলেন, ১০ দিনের মতো বাংলাদেশে থাকব। মিডিয়ার কোনো কাজ নয়, একেবারেই সামাজিক আর ব্যক্তিগত কাজে বাংলাদেশে এসেছি। বসন্ত উদযাপন ও একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবারের বাংলাদেশে আসার অন্যতম উপলক্ষ। ২২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডে ফিরে যাব।’

(দ্য রিপোর্ট/পিএস/এপি/এএসটি/ফেব্রুয়ারি ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর