thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২, ৭ মাঘ ১৪২৮,  ১৬ জমাদিউস সানি ১৪৪৩

সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ঘোষণা

২০১৬ ফেব্রুয়ারি ২৭ ২০:২০:১৫
সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিনোদন-বিষয়ক পত্রিকা সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা করেছে।

শনিবার বিকেলে আনন্দ আলো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এবার ক’ শাখায় প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা শাখায় যৌথভাবে চন্দ্রাবতী থেকে প্রকাশিত আবুল মাল আবদুল মুহিতের ‘সোনালি দিনগুলি’ এবং জার্নিম্যান থেকে মুনতাসীর মামুনের ‘ঢাকার খাল পোল ও নদীর চিত্রকর’। উপন্যাসে কথাপ্রকাশ থেকে প্রকাশিত সেলিনা হোসেনের ‘নিঃসঙ্গতার মুখর সময়’, শিশু সাহিত্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত আসলাম সানীর ‘নির্বাচিত ১০০ ছড়া’, কবিতায় যৌথভাবে সময় থেকে প্রকাশিত পিয়াস মজিদের ‘কবিদের নিয়ে কবিতা’ ও চৈতন্য থেকে প্রকাশিত মুজিব ইরম এর ‘শ্রীহট্টকীর্তন’।

খ শাখায় জীবনের প্রথম বই ক্যাটাগরিতে জনান্তিক থেকে প্রকাশিত এহসান হাফিজের ‘এ ও সে ও’ গ্রন্থ।

ক শাখায় বিজয়ীদের প্রত্যেককে ত্রিশ হাজার টাকা ও একটি ক্রেস্ট, খ শাখায় ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট প্রদান করবে।

মার্চ মাসের প্রথম সপ্তাহে চ্যানেল আই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

(দ্য রিপোর্ট/এমএ/এসবি/এম/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর